করোনা মোকাবিলায় এবার জিও ফোন
![]() |
| আরোগ্য সেতু অ্যাপ |
আরোগ্য
সেতু অ্যাপ এবার জিও ফোনেও ব্যাবহার করা যাবে। ভারত সরকার এর মিনিস্ট্রি
অফ টেকনোলজি ডিপার্টমেন্ট করোনা ভাইরাস এর প্রসার রোধ করতে এবং এই ভাইরাস
এর হাত থেকে সমাজের বড়ো সংক্ষক জনগণ কে বাঁচাতে আরোগ্য সেতু নামে একটি
অ্যাপ অ্যান্ড্রয়েড ফোন এবং অ্যাপল এর আইফোন এ লঞ্চ করেছিল অনেক আগে এবার
তা জিও ফোনেও চলে এলো। কেননা ভারতে প্রচুর মানুষ জিও ফোন ব্যাবহার করেন, এর
প্রধান কারণ জিও ফোন হলো ভারতের বাজারে অন্যতম সস্তা 4জি ফোন।
এই অ্যাপ এর মাধ্যমে অনেক সহজেই মানুষ করোনা ভাইরাস সমন্ধে জানতে পারবে তাছাড়া কোথায় কোথায় সংক্রমণ হয়েছে তাও জানা যাবে এই অ্যাপ এর মধ্য দিয়ে। এর আগে অবশ্য ভারত সরকার ল্যান্ডলাইন ও ফিচার ফোন ব্যবহারকরীদের উদ্দেশে "আরোগ্য সেতু IVRS" নামে একটি পরিসেবা চালু করেছিল, যা ব্যাবহার করার জন্য টোল ফ্রি নম্বর 1921 এ মিসকল দিতে হতো।
এই অ্যাপটি ফোন এ থাকা ব্লুটুথ আর জিপিএস এর মাধ্যমে কাজ করে থাকে, বর্তমানে এই অ্যাপটি 10 লাখ এরও বেশী ব্যাবহারকারী রয়েছে।
এই অ্যাপ এর মাধ্যমে অনেক সহজেই মানুষ করোনা ভাইরাস সমন্ধে জানতে পারবে তাছাড়া কোথায় কোথায় সংক্রমণ হয়েছে তাও জানা যাবে এই অ্যাপ এর মধ্য দিয়ে। এর আগে অবশ্য ভারত সরকার ল্যান্ডলাইন ও ফিচার ফোন ব্যবহারকরীদের উদ্দেশে "আরোগ্য সেতু IVRS" নামে একটি পরিসেবা চালু করেছিল, যা ব্যাবহার করার জন্য টোল ফ্রি নম্বর 1921 এ মিসকল দিতে হতো।
এই অ্যাপটি ফোন এ থাকা ব্লুটুথ আর জিপিএস এর মাধ্যমে কাজ করে থাকে, বর্তমানে এই অ্যাপটি 10 লাখ এরও বেশী ব্যাবহারকারী রয়েছে।
