অ্যাপলের চাকা দাম ₹52,829
![]() |
| Apple Wheels |
গত মাসে অ্যাপল তাদের ম্যাক প্রো সিরিজের জন্য নতুন চাকার ডিজাইন প্রকাশ্যে
আনে, যা ম্যাক প্রো এর সাথে সংযুক্ত করা যাবে খুবই অনায়াসে। ম্যাক প্রো
হলো অ্যাপল এর এখনও পর্যন্ত সর্ব ক্ষমতা সম্পন্ন কম্পিউটার। অ্যাপলের
ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্সে শক্তিশালী ডেক্সটপ কম্পিউটার ম্যাক
প্রোর দেখা মিলেছিল। কর্মক্ষেত্রে ব্যবহারের উপযোগী প্রোফশনাল ডেক্সটপ
কম্পিউটার ম্যাক প্রোতে আছে 8 কোর এক্সিওন প্রসেসর, 32 জিবি র্যাম, রেডিওন
প্রো 580 এক্স গ্রাফিক্স কার্ড ও 256 জিবি স্টোরেজ ও 8 পিসিআইই এক্সপানশন
স্লট। দাম শুরু 6000 ডলার থেকে যা ভারতীয় টাকায় মূল্য প্রায় 4,53,438
টাকা।
এই দাম দেখে যারা অবাক হচ্ছেন তাদের আরও অবাক করতে পারে অ্যাপল এর নতুন চাকার দাম যা প্রায় 699 ডলার অর্থাৎ ভারতীয় মূল্যে 52,829 টাকা।
এই চাকা মূলত অ্যাপল ম্যাক প্রো সিরিজের জন্য বানানো হয়েছে। কেউ কেউ তো এটাও বলছেন যে এই চাকার বাজারমূল্য এতটাই বেশি যে তিনি ওই টাকা দিয়ে পুরানো বাইক কিনে নিতে পারবেন।
সর্বশেষে এটাই দেখার বিষয় যে অ্যাপল এর এই চাকা ভারতীয় বাজারে কতটা চলতে পারে।
এই দাম দেখে যারা অবাক হচ্ছেন তাদের আরও অবাক করতে পারে অ্যাপল এর নতুন চাকার দাম যা প্রায় 699 ডলার অর্থাৎ ভারতীয় মূল্যে 52,829 টাকা।
এই চাকা মূলত অ্যাপল ম্যাক প্রো সিরিজের জন্য বানানো হয়েছে। কেউ কেউ তো এটাও বলছেন যে এই চাকার বাজারমূল্য এতটাই বেশি যে তিনি ওই টাকা দিয়ে পুরানো বাইক কিনে নিতে পারবেন।
সর্বশেষে এটাই দেখার বিষয় যে অ্যাপল এর এই চাকা ভারতীয় বাজারে কতটা চলতে পারে।
